গুলশানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী এবং তার তিন সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশের এ অভিযান পরিচালনা করে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম।
অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা, বিক্রির জন্য ব্যবহৃত ২৫টি জিপার পলিথিন এবং নগদ দুই লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়।
হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মূল আসামি হেনা আক্তারের নামে এর আগেও দুটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।