একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি কাভার্ডভ্যানচালক আরিফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার করা হয়।
গত ২২ আগস্ট (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইউটার্নে এ দুর্ঘটনায় প্রাণ হারান বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।
এ ঘটনায় একইদিন সদর দক্ষিণ থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করা হয়। মামলা তদন্তে পুলিশ জানতে পারে, কাভার্ডভ্যানের (চট্ট মেট্টো-ঢ-৮১-১৪৪৩) চালক আরিফ হোসেন দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে একটি টিম আজ বিকেলে ফেনী সদর উপজেলার ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা আরিফ হোসেন নোয়াখালীর সুধারাম থানার চন্দ্র ভল্লব গ্রামের নূর হোসেনের ছেলে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই গাড়িতে থাকার বিষয়টি স্বীকার করেছেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি জানান, গ্রেপ্তার করা আরিফকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।