ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হওয়ার পর কারাভোগ শেষে অবশেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি নাগরিক। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের (বাংলাদেশি নাগরিক) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/এমপি থেকে ৩০ গজ ভেতরে ‘কবর’ নামক স্থানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন গাংনীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন, ভবানিপুর থানার পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম, কাজীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিনসহ বিজিবির আরও আট সদস্য। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১১ বিএসএফ ব্যাটালিয়নের গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসআই সুনিল ও তার আট সহকর্মী।
বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ১৪ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৮ জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেয়। এই ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে সেখানকার প্রশাসন তাদের আটক করে। দীর্ঘমেয়াদি কারাভোগ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত দেওয়া হলো।