মুজিবনগর সীমান্তে চারজনকে পুশব্যাক করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর থানার স্বাধীনতা সড়কে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী এক শিশুসহ চার বাংলাদেশি নাগরিককে পুশব্যাক (ফেরত) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের পাঠানো হয়।
বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার মিয়া ও বিএসএফের কৃশানগর কোম্পানি কমান্ডার ধর্মবীর সিং বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে বিএসএফ চার বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—একজন পুরুষ, দুইজন নারী এবং এক শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে কাজ করছিলেন।
বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার মিয়া জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্কের অংশ হিসেবেই এ ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।