কৃষি কাজে নারীদের উদ্ভুদ্ধ করতে উঠান বৈঠক

পটুয়াখালীর দশমিনায় প্রান্তিক ও হতদরিদ্র নারীদের কৃষি কাজে উৎসাহিত করতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর প্রায় তিন শতাধিক নারীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেতাগী-সানকিপুরা এলাকায় সফল কৃষি উদ্যোক্তা মো. রাসেল হাওলাদারের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নিজের জীবনের কথা তুলে ধরে রাসেল বলেন, তিনি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। মাত্র এসএসসি পর্যন্ত পড়াশোনা করে তিনি কৃষিকাজে মন দেন এবং ৮ বছরে একজন সফল চাষী হয়ে ওঠেন। কৃষিকাজে সফলতার জন্য তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন।
রাসেল বলেন, দেশের অর্ধেকেরও বেশি নারী। আমাদের এই কৃষিপ্রধান অঞ্চলে নারীদের কৃষিকাজে উদ্ভুদ্ধ করা গেলে তারা স্বাবলম্বী হবেন এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এই কারণেই তিনি নারীদের মাঝে গাছের চারা ও তার হাতে তৈরি জৈব সার বিতরণ করছেন।
বিনামূল্যে গাছের চারা নিতে আসা স্থানীয় বাসিন্দা খালেদা বেগম, জান্নাত আক্তার ও হনুফা বিবি বলেন, রাসেল তাদের অল্প পুঁজি নিয়ে কৃষিকাজ করে লাভবান হওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়েছেন। বাড়ির আঙিনায় লাগানোর জন্য তিনি তাদের ফলজ গাছের চারা ও জৈব সার দিয়েছেন।
দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহমেদ বলেন, রাসেল একজন সফল কৃষি উদ্যোক্তা। তিনি নারীদের কৃষি কাজে উৎসাহিত করার যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। কৃষি বিভাগ তার সকল ভালো কাজে সহযোগিতা করবে। উঠান বৈঠকে আরও বক্তব্য দেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুল হাসান।