মোংলায় বিপুল ইয়াবাসহ নারী আটক

পুলিশের মাঝে দাঁড়িয়ে আছেন ইয়াবাসহ আটক নারী। ছবি : এনটিভি
বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল পৌর শহরের কবরস্থান রোড এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬৮৮ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
কমান্ডার মুনতাসির ইবনে মহসিন আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটক নারীর বিরুদ্ধে বুধবার রাতে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।