বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে এনসিপিকে ইসির চিঠি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তাবিত ‘শাপলা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে নেই। তাই দলের জন্য নতুন প্রতীক প্রস্তাব করতে এনসিপিকে চিঠি দিয়েছে ইসি। নির্বাচন কমিশনের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসির এক কর্মকর্তা বলেন, ‘চিঠি জারি হয়ে গেছে। এনসিপিকে দেওয়া হচ্ছে। কেন দলটিকে শাপলা প্রতীক দেওয়া গেল না, তা চিঠিতে জানানো হয়েছে। এ ছাড়া চিঠিতে ইসির কাছে থাকা প্রতীক থেকে বিকল্প একটি প্রস্তাব দেওয়ার জন্য এনসিপিকে অনুরোধ করা হয়েছে।’
গত ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, ইসির প্রতীকের তালিকায় শাপলা নেই। তাই এনসিপিকে বিকল্প একটি প্রস্তাব ইসির কাছে পাঠাতে হবে।
তবে বিষয়টি এনসিপি ভালোভাবে নেয়নি। এর প্রতিক্রিয়ায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচন কীভাবে হয়, তা তিনি দেখে নেবেন।
বিগত কয়েক মাস ধরে এনসিপি নেতাদের সারা দেশে শাপলা প্রতীক নিয়ে দলের প্রচার প্রচারণাও চালাতে দেখা গেছে। ওইদিন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অবশ্য বলেছিলেন, ইসি তাদের আনুষ্ঠানিকভাবে জানালে তারপর দলীয় অবস্থান ব্যক্ত করবেন।
আজ বুধবার সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে, আপনারা আপনাদের প্রতীক আমাদের জানান। কারণ, উনাদের শাপলা প্রতীকটা আমাদের তফসিলে নেই।’
এর আগে ২২ সেপ্টেম্বর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠক শেষে পাটওয়ারী বলেন, প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি—শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার কথা। তিনটি প্রতীকের কথা বলেছি, সেটা থেকে আমরা সরছি না। এনসিপির নিবন্ধনে যে প্রতীক হবে, এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটির মাধ্যমেই হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয়, সেক্ষেত্রে আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হব।
গত ২৪ সেপ্টেম্বর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ১১৫টি প্রতীক হলো—আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।
বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে। এ ছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও পাঁচটি দলের। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে। এ ছাড়া নতুন কয়েকটি দলও নিবন্ধিত হতে যাচ্ছে।