শত্রুভাবাপন্ন সম্পর্কের উন্নতির সুযোগ রয়েছে : আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে বিগত সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে সম্পর্ক উন্নতির সুযোগ রয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় আসা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, পাকিস্তান অ্যাম্বাসি অফিসিয়ালি পার্টি হিসেবে আমাদের দাওয়াত দিয়েছিল। এনসিপির তরফ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইসহাক দারের সঙ্গে সাক্ষাত করেছে।
আখতার হোসেন বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে সম্পর্ক উন্নতির সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে।
এনসিপির সদস্য সচিব আরও বলেন, আমরা মনে করি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে কোনো সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ১৯৭১ এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উপস্থাপন করেছি। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষা, অর্থনীতি এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সে বিষয়ে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি।
আখতার হোসেন আরও বলেন, এছাড়া দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে, কোনো ধরনের বিগ ব্রাদার সুলভ আচরণ, গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের যে চিন্তা বিশেষ করে যে প্রতিবেশি দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন এবং কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। সে বিষয়গুলো নিয়ে আমরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলেছি।