ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বুধবার (১ অক্টোবর) সকালে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় এই অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়ক ব্যবহারকারীরা চরম ভোগান্তির শিকার হন।
বিক্ষোভকারীরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তিনটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘদিনেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না করা এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা ক্ষুব্ধ। এই ক্ষোভ থেকেই তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
খবর পেয়ে যৌথবাহিনী ও সাভার উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সমস্যা দ্রুত নিরসনের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন। পরে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার।