সাংবাদিক ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংবাদিক ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৬ ও ৭ অক্টোবর।
আজ বুধবার (১ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন এই তথ্য জানিয়েছেন।
রুহুল আমিন জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। এর জন্য ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হচ্ছে।
রুহুল আমিন আরও জানান, ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ইসি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে। তারা চায়, ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সাংবিধানিক এই সংস্থাটি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।