সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘৫ আগস্টের পরে একটা ভয় দেখানো হতো যে, কাউকে পূজা করতে দেওয়া হবে না। আজ পর্যন্ত কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালগড় ইউনিয়নের সংচাইল গ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে হাসনাত এসব কথা বলেন ।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিশ্বাসগত জায়গায় আমাদের একটি পার্থক্য রয়েছে। কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বড়শালগড় বাজারে হিন্দু ব্যবসায়ীরা আছেন। মুসলমান ব্যবসায়ীরা আছেন, সবাই মিলেমিশে চলাফেরা করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সবাই মিলেমিশে লেখাপড়া করছে। দেবিদ্বারের বেশিরভাগ ব্যবসায়ী হিন্দু ধর্মের, কিন্তু আমরা কোনোদিন শুনিনি, এদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সব সময় বজায় থাকবে। এনসিপির পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবো।’
এনসিপির এ নেতা বলেন, এদেশে হিন্দু-মুসলিম একটি ঐতিহাসিক সম্পর্ক। হিন্দু ও মুসলমানদের যে আন্তরিকতার সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা অটুট রাখতে হবে। ধর্মীয় বিশ্বাসের জায়গাটা হয়তো আলাদা কিন্তু সামাজিক, সাংস্কৃতিকভাবে আমরা মিলেমিশে থাকি। অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ পূজায় আগত নারীদের শাড়ি উপহার দেন। এ সময় দেবিদ্বার উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।