নির্বাচনও লাগবে, বিচার-সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদেরকে এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। বিএনপি নির্বাচনের কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের কথা বলছি। আমরা বলছি— আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার-সংস্কারও লাগবে। আমাদের অবশ্যই সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘নতুন সংবিধান’ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত।
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, নূর ভাইয়ের (নূরুল হক নূর) ওপর আক্রমণটা আমাদের জন্য একটা ম্যাসেজ। আমরা দেখেছি তারেক জিয়াকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।
এনসিপির এ নেতা আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- ওনি ওনার লোক পাঠিয়ে জানতে চেয়েছেন- আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম করা উচিত।
বৈঠকে আরও বক্তব্য দেন— এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।