মাছ বিক্রির সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নাটোর শহরের বড় বাজার হিসেবে পরিচিত নিচাবাজার মাছ মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো নিজাম উদ্দিন বাজারে তার স্থানে মাছ বিক্রি শুরু করেন। দুপুরে ক্রেতাদের চাপ বেড়ে গেলে বৈদ্যুতিক আলো জ্বালানোর জন্য লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে অন্য ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাছ ব্যবসায়ী সমিতির নেতা আবু বাক্কার জানান, শুক্রবার ছুটির দিন ও ইলিশ বিক্রির শেষ দিন হওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় ছিল বেশি। এর মধ্যেই বৈদ্যুতিক আলো জ্বালাতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বিষয়টি পুলিশ শুনেছে। এ ব্যাপারে কারও অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।