ঝালকাঠিতে কর্দমাক্ত সড়কে কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ
রাজাপুরের উত্তমপুরে আড়াই কিলোমিটার দীর্ঘ একটি কর্দমাক্ত সড়ক পাকাকরণের দাবিতে কচুগাছ ও বীজতলা রোপণ করে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দীর্ঘদিনের এই ভোগান্তির কারণে অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মধ্য উত্তমপুর তালুকদার বাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বড়ইয়া ইউনিয়নের মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় ভরে যায়।
এই রাস্তার কারণে চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মালেক কলেজ, বালিকা বিদ্যালয়, নুরানি মাদ্রাসাসহ অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চল্লিশ কাহনিয়া ও উত্তমপুর গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুততম রাস্তাটি চলাচলের উপযোগী বা পাকা করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন এবং উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন ও খলিলুর রহমান মৃধা।