বিএনপির আমলে লঞ্চডুবি বেশি হয়েছে : নৌমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/11/photo-1436630705.jpg)
নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, ‘বিএনপির আমলে লঞ্চডুবির ঘটনা বেশি হয়েছে। আমাদের (আওয়ামী লীগ) আমলে অনেক কম হয়েছে। তারা যখন ক্ষমতায় ছিল তখন ৩৬টি আর আমাদের সময় ২০টি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।’
আজ শনিবার দুপুর ১২টায় ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন নৌমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ঈদের আগেই আরো একটি নতুন ফেরি দেওয়া হবে। পাশাপাশি এ বছর ঈদকে কেন্দ্র করে লঞ্চে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সরকার সতর্ক রয়েছে।
ঈদ উপলক্ষে লঞ্চের রোটেশন প্রথা বাতিলের ব্যাপারে জনমত সৃষ্টির আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘আমরা লঞ্চমালিকদের সাথে বসলে তারা রোটেশন করবে না বলে কথা দেয়। কিন্তু আসলে তারা সেই রোটেশন প্রথা বাতিল করে না। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে গেলে মালিকদের সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট লঞ্চ চালানো বন্ধ করে দেবে। লঞ্চ না চালালে আপনারাই ভোগান্তিতে পড়বেন।’
‘তাই লঞ্চ মালিকদের ওপর স্থানীয়ভাবে চাপ দিতে হবে। এ জন্য প্রয়োজন জনমত সৃষ্টি করা।’ যোগ করেন নৌমন্ত্রী।
ইলিশার ঘাটে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা ও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান মনিরসহ ফেরির কর্মকর্তারা।
এর আগে ভোলার ইলিশা ফেরিঘাটে স্থানীয় এলাকাবাসী ফেরিঘাট রক্ষাসহ নদীভাঙন বন্ধের দাবিতে মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসনের মাধ্যমে নৌমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।