জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে, আশা পরিকল্পনামন্ত্রীর

চলতি অর্থবছরে বাংলাদেশের দেশজ মোট উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এনইসি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘চলতি অর্থবছরে ৭ দশমিক ২ ভাগ হলো আমাদের প্রজেকশন। অ্যাজ পার আমাদের সেভেন ফাইভ ইয়ার প্ল্যান। কিন্তু আমরা বিশ্বাস করি, যেভাবে আমরা যাচ্ছি যদি আমরা এভাবে বছরটি শেষ করতে পারি, তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের নিচে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে না।’
বর্তমানে মূল্যস্ফীতি পরিস্থিতি স্বাভাবিক এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও ইতিবাচক বলে এ সময় জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের পরিবেশ আছে। তাই সামনের দিনে বিনিয়োগ বাড়বে বলে তাঁর আশাবাদ। অন্যদিকে রেমিট্যান্স প্রবাহে ধীরগতি আগামী দিনে কেটে যাবে এবং ২০১৮ সালে তা ১৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানান মন্ত্রী।
অবশ্য এর আগে গত ৩ অক্টোবর বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এবারের বাজেটে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।