ব্যাংকিং খাতের আইনকানুন ঠিকঠাক করতে হবে : অর্থমন্ত্রী

আমাদের ব্যাংকিং খাতের আইনকানুন ঠিকঠাক করতে হবে। আগামী প্রজন্মের জন্য আগামী দুই বছরের মধ্যে আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখার একযোগে উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশের ব্যাংকিং খাত নিয়ে আমি আশাবাদী। কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে। এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে ব্যাংক ঠিকঠাক চলছে কি না, ভালোভাবে দেখতে হবে। খুব বেশি ব্যাংক হওয়াতে অনেকে সমালোচনা করে। তবে আমি আশাবাদী।’
মুহিত বলেন, ‘আমি মনে করি ব্যাংক বাড়ায় সেবা বেড়েছে। অনুন্নত দেশ হলেও দেশে ব্যাংকিং সেবা অনেক এগিয়েছে এবং ব্যাংকিং সেবা নিয়ে আমরা গৌরব করতে পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘কম খরচে ও দ্রুততার সঙ্গে সাধারণ মানুষকে আর্থিক সেবা প্রদান করতে হবে। এ কারণে ব্যাংকের সব শাখাকে অনলাইনের আওতায় নিয়ে আসতে হবে। ব্যাংকিং খাতে সুশাসন জরুরি। কারণ গ্রাহকের আস্থা ও বিশ্বাস হচ্ছে মূল চালিকা শক্তি।’
মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শহিদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক আকরাম হোসেন প্রমুখ।