আশুলিয়ার পোশাক কারখানা খুলেছে

সাভারের আশুলিয়া শিল্প এলাকার বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো আজ সোমবার খুলেছে। শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানা প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল।
বিভিন্ন কারখানা সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
শ্রমিক অসন্তোষের কারণে ৫৯টি তৈরি পোশাক কারখানা কয়েক দিন ধরে বন্ধ ছিল। শ্রমিক ছাঁটাই, তাঁদের বিরুদ্ধে মামলাসহ নানা অভিযোগ পাওয়া গেছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কারখানা খোলার সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বাংলাদেশ রফতানিকারক সমিতি ইয়াবের সভাপতি আবদুস সালাম মুর্শেদী।
ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার দাবিতে ১২ ডিসেম্বর থেকে আশুলিয়া শিল্প এলাকার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এমন আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।