খোকসায় বোরো মৌসুমের ধান রোপণ শুরু

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বোরো মৌসুমে ধান রোপণ শুরু হয়েছে। তবে কুয়াশা বেশি পড়ায় ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় আছেন কৃষকরা।
উপজেলার রাধানগর গ্রামের কৃষক আমিন শেখ বলেন, কুয়াশার কারণে কিছু ধান রোপণ করা হয়েছে। কুয়াশা শেষ হলে বাকি ধান রোপণ করা হবে। তিনি বলেন, এই কুয়াশায় ধানের চারা বাড়ে না, নষ্ট হয়ে যায়। কুয়াশা বন্ধ হলেও পরবর্তী সময়ে ধানের আর ভালো ফলন পাওয়া যায় না।
উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা এনটিভি অনলাইনকে বলেন, এখন চলছে বোরো ধান রোপণের মৌসুম। খোকসায় ১০০ হেক্টর বীজতলা রয়েছে। এর মধ্যে ৩৪ হেক্টরে ধান রোপণ করা হয়েছে। কুয়াশার কারণে একটু দেরি হচ্ছে রোপণে। তবে এখনো তীব্র কুয়াশা পড়েনি।
এই কৃষি কর্মকর্তা বলেন, কুয়াশার কারণে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বীজতলা সন্ধ্যায় পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে। আর সকালে ওই পানি বের করে দিতে হবে। তাহলে বীজতলার তেমন ক্ষতি হবে না।
‘এখন পর্যন্ত ধানের বীজতলা বা যাঁরা রোপণ করেছেন, সেসব ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। আশা করি, উপজেলার কৃষকরা বোরো মৌসুমে ভালো ফলন পাবেন’, বলেন বিষ্ণু।