ডিএসইর প্রধান সূচকে নতুন ৩১ কোম্পানি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পুনরায় সমন্বয় করা হয়েছে। এর ফলে সূচকটিতে নতুন করে ৩১টি কোম্পানি সংযোজন হলো, যা আগামী ২২ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএসই।
নতুন ৩১ কোম্পানি হচ্ছে ন্যাশনাল টি, কোহিনূর কেমিক্যাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ইস্টার্ন ক্যাবল, রিজেন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, সিমটেক্স, আইটি কনসালটেন্ট, ইয়াকিন পলিমার, রূপালী ইন্স্যুরেন্স, জেমিনি সি সুড, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, অগ্রণী ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, ফাইন ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর ও বিডি অটোকার।
ডিএসই জানিয়েছে, প্রধান সূচক ডিএসইএক্সে ৩১টি কোম্পানি যুক্ত হওয়ার বিপরীতে সূচকটি থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স, পদ্মা ইসলামী লাইফ এবং রেকিট বেনকিজার এ তিনটি কোম্পানি বাদ পড়ছে। এর ফলে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬৩টিতে।
ডিএসই আরো জানায়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপির নির্ধারিত মাপকাঠি বিবেচনায় সূচকের এ পুনঃসমন্বয় করা হয়।
ডিএসই সূত্রে জানা যায়, বছর শেষে প্রধান সূচক ডিএসইএক্স সমন্বয়ের ক্ষেত্রে এসঅ্যান্ডপি মাপকাঠিতে তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমত কোম্পানির লেনদেনযোগ্য শেয়ারের বাজার মূলধন, দ্বিতীয়ত বিগত ছয় মাসের গড় লেনদেন এবং তিন মাসের লেনদেন দিবস।
এ তিন মাপকাঠিতে উত্তীর্ণ কোম্পানিগুলোকে সূচকে নতুন করে সংযোজন করা হয়। আর যেসব কোম্পানি মাপকাঠি পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলোকে বাদ দেওয়া হয় বলে জানা গেছে।