সূচকসহ বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক উত্থানে আজ বুধবারের (১২ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৩ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৬ দশমিক ৭৬ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২১৬ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক ৬১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৯ দশমিক ৬২ পয়েন্টে।
গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৫৩৩ কোটি ৬১ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ২৮৯ কোটি ৯৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৪০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ৩৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৯৯ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ৯ কোটি তিন লাখ টাকা, ফু-ওয়াং ফুডের আট কোটি ৩৬ লাখ টাকা, গোল্ডেন হারভেস্ট এগ্রোর আট কোটি ৩৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের আট কোটি ৩১ লাখ টাকা, রবি আজিয়াটার সাত কোটি ৬১ লাখ টাকা এবং হাক্কানী পাল্পের সাত কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।