বেড়েছে সূচক, কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দিন শেষে দেশের বড় শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গেছে। এদিন সূচক বাড়লেও কমেছে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন।
জানা যায়, মুদ্রানীতি ঘোষণার দিন থেকে রোববার গত সোমবার পর্যন্ত এ দুদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ১৯৭ পয়েন্ট কমে গতকাল মঙ্গলবার ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করে। গতকাল থেকে আবার বাড়তে শুরু করেছে সূচক। সেটা আজও অব্যাহত আছে। এ দুদিনে ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর শেয়ার লেনদেন হয়েছে ৮৮২ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৭৪ কোটি ১৬ লাখ টাকা কম।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩২৭টি মিউচুয়াল ফান্ড ও শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
এদিন ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক শূন্য ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯৩ পয়েন্টে।
দাম বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে, জেনারেশন নেক্সট, ফার্মা এইড, গোল্ডেন সন, অ্যাপোলো ইস্পাত, স্টাইল ক্র্যাফট, ফ্যামিলি টেক্স, এমারেল্ড অয়েল, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল ফিডস ও রহিম টেক্সটাইল।
অন্যদিকে দাম কমার শীর্ষে ১০ কোম্পানি হচ্ছে, প্রথম প্রাইম ফাইন্যান্স, সাভার রিফ্র্যাক্টরিজ, ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, তাক্কাফুল ইন্সুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ইসলামিক ফাইন্যান্স ও প্রগ্রেসিভ লাইফ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪৫ পয়েন্টে। সিএসসিক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭১ পয়েন্টে, সিএসই৫০ সূচক ২ পয়েন্টে কমে এক হাজার ২৪৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।