বিজিএমইএ ভবনের জন্য উত্তরায় জমি খোঁজা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর ভবন স্থানান্তরের জন্য ঢাকার উত্তরায় উপযুক্ত জমি নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক সব কাজ সম্পাদন করা হবে।’
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তোফায়েল আহমেদ। গত রোববার সর্বোচ্চ আদালত বিজিএমইএ ভবন ভাঙার পক্ষে রায় দেন।
ব্রিফিংয়ের আগে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল দিহাইমির সঙ্গে মতবিনিময় করেন। গভীর সমুদ্রে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টারমিনাল নির্মাণকাজ শেষ হলে তরল গ্যাস আসবে কাতার থেকে। এ বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাতার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির প্রস্তার দিয়েছে। গত বছর বাংলাদেশ কাতারে ৩৩ দশমিক ২৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে, একই সময়ে আমদানি করা হয়েছে ১৩৯ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। কাতার বাংলাদেশে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কাতারের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সুবিধাজনক একটি অঞ্চল বরাদ্দ করা হবে। এ ছাড়া উভয় দেশের মধ্যে বাণিজ্যক্ষেত্রে জটিলতা দূর করতে দ্বৈত ট্যাক্স প্রথা বাতিলের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগে একটি পণ্য আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে দুই দেশেই ট্যাক্স প্রদানের নিয়ম ছিল।
তোফায়েল আহমেদ বলেন, ‘২৫ মার্চ বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এ দিনকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলছে, ঘোষণা করা হলে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালন করা হবে।