‘কেমন বাজেট চাই’ সরাসরি সম্প্রচার আজ

এনটিভি ও এফবিসিসিআইর যৌথ উদ্যোগে প্রতিবছরের মতো এবারও হতে যাচ্ছে সরাসরি অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’। আজ মঙ্গলবার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুম থেকে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি।
এতে আসন্ন ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট সম্পর্কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনবেন এবং প্রশ্নের সরাসরি জবাব দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অতিথি হিসেবে থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি ও অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
আরো থাকবেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও চেম্বার নেতা, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি বিকেল ৪টায় এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। পুনঃপ্রচার হবে রাত ১২টা ১০ মিনিটে। এ নিয়ে দশমবারের মতো এনটিভি বাজেটের ওপর বিশেষ এই আয়োজনটি করে আসছে। তবে এফবিসিসিআইর সঙ্গে যৌথভাবে এটি নবম আয়োজন।
এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন ‘কেমন বাজেট চাই’। এর আগে এফবিসিসিআইর সাবেক তিন সভাপতি আনিসুল হক, এ কে আজাদ ও কাজী আকরাম উদ্দিন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।