শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে বিএমএ : সভাপতি

দেশের শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
আজ সোমবার বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এনটিভি অনলাইনকে এ কথা বলেন।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘মে দিবস উপলক্ষে এ বছরই প্রথম আমরা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাপত্রসহ প্রাথমিক পর্যায়ের কিছু ওষুধ বিতরণ করলাম।’
চিকিৎসকদের এ নেতা বলেন, ‘দেশের শ্রমিকরা যেসব দুর্ঘটনায় পড়েন, তার অধিকাংশ হয়ে থাকে অসচেতনতার কারণে। এ জন্য আমরা শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার সরঞ্জামাদি ব্যবহারের বিষয়ে সচেতনতা প্রদানের বিষয়ও কাজ করেছি। এতে আমরা ভালো সাড়াও পেয়েছি।’
বিএমএ সভাপতি বলেন, ‘আগামীতে আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখব। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কোন খাতের শ্রমিকদের আগে সচেতনতা করা বেশি প্রয়োজন।’ তিনি বলেন, সেটা হতে পারে নির্মাণ বা গার্মেন্টস খাতের শ্রমিক। এরই মধ্যে আমরা শ্রমিক নেতাদের আমাদের এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। তাঁরা আমাদের প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন।’
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘শ্রমিক নেতারা আমাদের বলেছেন প্রয়োজনে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) এ বিষয়ে অবহিত করব। আমরা নেতাদের কাছ থেকে শ্রমিকদের একটা তালিকা চেয়েছি। তাঁদের দেওয়া তালিকা আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করব। এটা করতে পারলে আমাদের জন্য শ্রমিকদের নিয়ে কাজ করা সহজ হবে।’
অন্যদিকে আজ মে দিবস উপলক্ষে রাজধানীর তোপখানায় বিএমএর অফিস প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাপত্র দেওয়া হয়।
এ সময় তাঁরা স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাপত্রসহ প্রাথমিক পর্যায়ের কিছু ওষুধ বিতরণ করেন। পাশাপাশি শ্রমিকদের তাঁদের কর্মস্থলে স্বাস্থ্য রক্ষার সরঞ্জামাদি ব্যবহারের বিষয়ে শিক্ষা দেন।
চিকিৎসাপত্র প্রদানকারী বিএমএ সদস্য ডা. নিবাশ চন্দ্র জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ২০০ জনের বেশি শ্রমিক রোগীকে সেবা দেওয়া হয়।