পানির গতিতে বাধা না দিয়ে হাওরাঞ্চলে সড়ক-সেতু নির্মাণের নির্দেশ

পানির স্বাভাবিক গতিপ্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় এমন করে হাওরাঞ্চলে সড়ক ও সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। এর আগে রাজধানীর পরিকল্পনা কমিশনে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
দেশের সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে বাস্তুহারাদের তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আর এ সংক্রান্ত আশ্রয়ণ-২ প্রকল্প নামে একটি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে। এই প্রকল্পে মোট ব্যয় হবে চার হাজার ৮৪০ কোটি টাকা। একনেক বৈঠকে পাঁচ হাজার ৭১০ কোটি টাকা ব্যয়ের মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের সব অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের সংশোধনীসহ একনেক ১০ হাজার ৫৫১ কোটি টাকা ব্যয়সম্বলিত পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। পুরো ব্যয়ের অর্থ আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। তিনি বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের (সংশোধন) অধীনে সরকার ১৭ লাখ পরিবারকে তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করবে। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৮৪০ কোটি টাকা।
অন্য চারটি প্রকল্প হচ্ছে- গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন (সিলেট অঞ্চল), নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় হাতেমদী থেকে সাগরদী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, বাগেরহাটের চিতলমারীতে পাটগাতি মহাসড়কের সম্প্রসারণ এবং প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন।