শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিনামূল্যে কর্মশালা

রাজধানীর মতিঝিলে আজ বুধবার বিকেলে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে বিনামূল্যে টেকনিক্যাল অ্যানালাইসিস কর্মশালার আয়োজন করে আমারস্টক ডটকম নামের একটি প্রতিষ্ঠান।
মতিঝিলের রেড ক্রিসেন্ট হাউসে আয়োজক প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে কর্মশালা। শেয়ারবাজারের বিভিন্ন পেশার ২৫ জন বিনিয়োগকারী এ কর্মশালায় অংশ নেন।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয়ে এ কর্মশালা নিয়মিতভাবেই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শেয়ারবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের এ ধরনের কর্মশালার আয়োজনের বিকল্প নেই বলেও মনে করেন তাঁরা।
আমারস্টক ডটকমের হেড অব ট্রেইনার সঞ্জয় সরকার বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিকভাবে পরীক্ষিত একটি পদ্ধতি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এ ধরনের কর্মশালা বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পর্কে সচেতন করে তুলবে। শেয়ার নির্বাচনে আন্তর্জাতিক এ পদ্ধতি সম্পর্কে বিনিয়োগকারীদের অবহিত করাই এ কর্মশালা আয়োজনের আসল উদ্দেশ্য।
কর্মশালায় অংশ নেওয়া ব্যবসায়ী মাহফুজুল হক বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে এ সম্পর্কে শিক্ষিত ও বাজার বিশ্লেষণে স্বনির্ভর হওয়া জরুরি। কাজেই টেকনিক্যাল অ্যানালাইসিস কর্মশালা বিনিয়োগকারীদের শিক্ষিত হয়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এ ধরনের কর্মশালা করলে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে লোকসান হওয়ার আশঙ্কা কমবে। শেয়ার ক্রয়-বিক্রয় করে লাভবান হওয়ার আশা জাগাবে, মনোবলও বাড়াবে।
একই সঙ্গে শেয়ার ট্রেড করার ক্ষেত্রে গুজবের ওপর নির্ভরতা কমাতে টেকনিক্যাল এনালাইসিস অনেকটা ভূমিকা রাখবে।
আমারস্টকের বিনামূল্যে এ কর্মশালার উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মশালায় অংশ নেওয়া আইল্যান্ড সিকিউরিটিজের এক্সিকিউটিভ কামরুল হাসান বলেন, শেয়ার ব্যবসায় ভালো করতে হলে এ মার্কেট সম্পর্কে বেশি বেশি করে জানতে হবে। আর তাই টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আরো জানার জন্যই আজকে অংশগ্রহণ করেছি।
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নিয়ে প্রতি সপ্তাহের বুধবার আমারস্টক ডটকম এ কর্মশালার আয়োজন করে আসছে।