বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ

বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার ক্লাসটন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। আজ শনিবার দুপুরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালের ৪ অক্টোবর ক্লাসটন অ্যাপারেলস কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই সেটি বন্ধ করে দেয়। মালিকপক্ষের কাছে আটশ শ্রমিকের নয় মাসের বেতন-বোনাস বকেয়া আছে। এ নিয়ে গত ৯ মার্চ বিজিএমইএ ভবনে কয়েকজন শ্রমিক নেতার সঙ্গে মালিকপক্ষের বৈঠক হয়। বৈঠকে ক্লাসটন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক লিখিতভাবে জানান ৫ মের মধ্যে সব ধরনের বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু ৫ মে পার হয়ে গেলেও এখনো বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হয়নি।
বাচ্চু মিয়া নামের এক শ্রমিক এনটিভি অনলাইনকে বলেন, ৫ মে বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। আজ শ্রমিকরা বিজিএমইএ ভবনে এসে নোটিশ বোর্ডে দেখতে পান মালিকপক্ষ বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য আগামী ২৬ মে পর্যন্ত সময় নিয়েছেন। তাই সবাই মিলে বিক্ষোভ শুরু করেছেন।
ফরিদা আক্তার নামের আরেক শ্রমিক বলেন, তিনি ক্লাসটন অ্যাপারেলসে ট্রেইনার পদে চাকরি করতেন। বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্য থেকে ১০ থেকে ১২ জন শ্রমিকের সঙ্গে বিজিএমইএ কর্তৃপক্ষের বৈঠক চলছে। বৈঠক শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।