১২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার হচ্ছে ঢাকায়

রাজধানীর যানজট কমাতে এবার শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ বছরের বাজেট বক্তৃতা দেওয়ার সময় এ কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকার যানজট পরিস্থিতির উন্নয়নে শান্তিনগর হতে ঢাকা-মাওয়া রোডে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।’
মুহিত আরো বলেন, ‘যানজট নিরসনে এবং দুর্ঘটনা রোধে গাড়িচালকদের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। এই লক্ষ্যে আমরা বিভাগীয় শহরে নতুন ড্রাইভার টেস্টিং এবং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চার লাখ ২৬৬ কোটি এ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এতে উন্নয়ন ব্যয় এক লাখ ৫৯ হাজার ১৩ কোটি, অনুন্নয়ন রাজস্ব ব্যয় দুই লাখ সাত হাজার ১৩৮ কোটি টাকা ধরা হয়েছে।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে এডিপি ছিল এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।