গার্মেন্টে করপোরেট করের হার বাড়ানো অযৌক্তিক : বিজিএমইএ

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পে করপোরেট করের হার বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান করপোরেট করের হার ১০ শতাংশ নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন।
আজ শনিবার বিকেলে বিজিএমইএর সভাকক্ষে প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এসব কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘করপোরেট ট্যাক্স ব্যাংকে আড়াই শতাংশ কমিয়েছে। এই (খাত) একমাত্র যেখানে আমরা কর্মসংস্থান করতে পারি এবং করে যাচ্ছি। যেই একটা সেক্টরে ৪৪ লাখ শ্রমিক ভাইবোনেরা কাজ করে। ৮৩ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। সেই সেক্টরে আবার করপোরেট ট্যাক্স ১০ থেকে ১২ এবং ১২ থেকে ১৫ করা হয়েছে।’
এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমি মনে করি, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আমরা আশা করি, সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে আমরা এটা সমাধান করতে পারবো।’
ভ্যাটের নামে তাদের হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। রপ্তানি শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখারও দাবি জানান তিনি।
তবে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, এর ফলে কর্মসংস্থান বাড়বে। বাজেট বাস্তবায়নে বেশি মনযোগী হওয়ারও আহ্বান জানান তিনি।