বিজিএমইএর সভাপতি হলেন সিদ্দিকুর রহমান

ভোট ছাড়াই পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন কমিটি গঠিত হয়েছে। সমঝোতার ভিত্তিতে সংগঠনের সভাপতি হয়েছেন মো. সিদ্দিকুর রহমান। গতকাল বুধবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএর নির্বাচনের কথা ছিল ৮ সেপ্টেম্বর। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে সমঝোতা হওয়ায় নির্বাচন হয়নি।
স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর আগে বিজিএমইএর সহসভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে নতুন কমিটিতে থাকবেন সাত সহসভাপতি ও ২৭ পরিচালক।
নির্বাচিত সাত সহসভাপতি হলেন—মঈনউদ্দিন আহমেদ, ফারুক হাসান, এস এম মান্নান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ বিভন ও মো. ফেরদৌস। মঈনউদ্দিন আহমেদ ও মো. ফেরদৌস চট্টগ্রামে দায়িত্ব পালন করবেন।
২২ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি দায়িত্ব বুঝে নেবে।