হিলিতে শ্রমিক নেতার মৃত্যুতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুরের হিলি স্থলবন্দর ট্রাকশ্রমিক নেতার মৃত্যুতে বন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
সকালে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রাকশ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত জামান মণ্ডল মারা যান।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, শাহাদত জামান মণ্ডল বন্দর সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতা হওয়ায় তাঁর মৃত্যুতে আজ সকাল থেকে বেলা ২টা পর্যন্ত আমদানি-রপ্তানি, লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২টার পর সব কার্যক্রম শুরু হয়।