মধ্য আয়ের দেশ হতে সহায়তা দেবে বিশ্বব্যাংক

চলতি দশকেই (২০২০ সাল নাগাদ) মধ্য আয়ের দেশ হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে দৃঢ় সহায়তা দেবে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে বিবৃতিতে বিশ্বব্যাংক গ্রুপের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আনেত্তি ডিক্সন বলেন, ‘দারিদ্র্য বিমোচনে ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ বিশ্বে সমাদৃত। এ ক্ষেত্রে অন্য দেশগুলো শিক্ষা নিতে পারে।’
আনেত্তি বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও জনগণের উন্নতিতে কাজ করতে বিশ্বব্যাংক অঙ্গীকারবদ্ধ। চলতি অর্থবছরে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও প্রসার, পুষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় রোধে কাজ করতে এরই মধ্যে ১০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। আগামী জুনের মধ্যে মোট প্রায় ২০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক।
বিবৃতিতে আনেত্তি ডিক্সন বলেন, ‘মধ্য আয়ের দেশ হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে বিশ্বব্যাংক দৃঢ়ভাবে সহায়তা দেবে। এ জন্য বাংলাদেশের বিদ্যুৎ ও পরিবহন ব্যবধান কমাতে হবে, নগরায়ন ব্যবস্থাপনা করতে হবে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে হবে এবং ব্যবসার পরিবেশ, সরকারি সেবা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’
বাংলাদেশে প্রথম সফরে আনেত্তি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের শীর্ষ মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি বিশ্বব্যাংক কীভাবে বাংলাদেশকে সহায়তা করবে তা নিয়ে আলোচনা হয়। এ সফরের সময় তিনি সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও ঢাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।