গ্লাক্সোস্মিথক্লাইনের ইপিএস কমেছে ৩১ শতাংশ

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইনের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ৩১ শতাংশ। এই তিন মাসে এর ইপিএস হয়েছে ৮ টাকা ৯৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৩ টাকা ৮ পয়সা। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ টাকা ৭৯ পয়সা, যা আগের হিসাব বছরের এই নয় মাসে ছিল ৪৭ টাকা ১৬ পয়সা। এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৬ টাকা ৩৫ পয়সা। আর গত সেপ্টেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ১৯২ টাকা ৩০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ টাকা ৬৩ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৯২ টাকা ৩০ পয়সা ও কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা।
২০১৩ সালের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়।
গত এক বছরের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম এক হাজার ৪২০ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ দুই ২২৮ টাকা ৮০ পয়সা। আজ এর দাম দাঁড়িয়েছে দুই হাজার ৫২ টাকা ১০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৩৩ দশমিক ২৮।
১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। ১২ কোটি পাঁচ লাখ টাকা পরিশোধিত মূলধনের এক কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৪৯টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৮১ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫ দশমিক ৯ শতাংশ শেয়ার।