৮৩ শতাংশ ব্যাংক কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে আজ সোমবার (৪ আগস্ট)। এদিন ডিএসইর সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে কমেছে মূলধনের পরিমাণ। কমেছে লেনদেনের পরিমাণও।
সাধারণত অন্যান্য কোম্পানির তুলনায় ব্যাংক প্রতিষ্ঠানের মূলধন বেশি, শেয়ার সংখ্যাও বেশি। এই খাতে অধিকাংশ কোম্পানির শেয়ার যেদিন দরপতন হয় সেইদিন পুঁজিবাজারে চিত্রও মন্দা লক্ষ্য করা যায়। এই পর্যন্ত ৩৬টি ব্যাংক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে আজ ৩০টি বা ৮৩ শতাংশ ব্যাংক কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। আইটি খাতের ৮২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন ঘটে এদিন। মানে ১১টি আইটি কোম্পানির মধ্যে ৯টির দরপতন হয়েছে। বেশির ভাগ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে আজ।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৩৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৫০ দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৮৫ দশমিক ৯০ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২০ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৫ দশমিক ৪৯ পয়েন্টে।
আজ সোমবার লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল এক হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। সোমবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৪ হাজার ৬৬২ কোটি ২৪ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ১৭ হাজার ৩৪৪ কোটি ৯২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২২টির এবং কমেছে ২০৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩১ কোটি এক লাখ টাকা, সিটি ব্যাংকের ২৯ কোটি ৭৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৫ কোটি ৮১ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৯৭ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।