‘পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে বাংলাদেশ কীভাবে পারে!’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445863138.jpg)
সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে গত ছয়-সাত বছরে বাংলাদেশের সব অভাবনীয় পরিবর্তন এসেছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে বাংলাদেশ কীভাবে পারে!’
জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে আজ সোমবার দুপুরে কৃষিঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে গভর্নর এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ, বড়ই মধুর চ্যালেঞ্জ। অন্যদের চ্যালেঞ্জ -বড়ই বিষাক্ত চ্যালেঞ্জ। তাদের ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ, আবার তারা কেমনে উদ্বৃত্ত করবে। আর আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি -এই উদ্বৃত্তকে কীভাবে ম্যানেজ করব সেটা নিয়ে। আমাদের খাদ্য উদ্বৃত্ত। বৈদেশিক রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা যে কোনো সময় ২৭ মিলিয়ন ডলারে স্পর্শ করবে।’
গভর্নর আরো বলেন, ‘দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণে কৃষি খাতের গুরুত্ব অপরিসীম। তাই কৃষি ও পল্লী খাতের উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি স্ব-কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতির ভিতকে আরো মজবুত করা সম্ভব।’
এর আগে গভর্নর কৃষিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ব্যাংকের এক কোটি ৯৭ লাখ টাকার ঋণ প্রদান এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণপ্রাপ্ত দুগ্ধখামার উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, বাংলাদেশ ব্যাংক, বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা, জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ বক্তব্য রাখেন।