আশুরা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।
বন্দরের কাস্টমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে। তবে বুধবার থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সব ধরনের সরকারি ও বেসরকারি ছুটির আওতামুক্ত থাকে। এ কারণে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।