ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ধোড়করা বাজার শাখার উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447147013.jpg)
গ্রাহকসেবা বাড়াতে কুমিল্লার চৌদ্দগ্রামে ধোড়করা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ধোড়করা বাজার শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান পাটোয়ারী, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এ কে এম আবু ছগীর চৌধুরী, কুমিল্লা বিভাগের শাখা ব্যবস্থাপকরা, চেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, ধোড়করা বাজার কমিটির সভাপতি হাফেজ নাজির আহমেদ, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির শাখা উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।