গণশুনানি ১৭ ফেব্রুয়ারি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/03/photo-1454484183.jpg)
দেশের দুই মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল একীভূতকরণের আবেদন নিষ্পত্তিতে গণশুনানির আয়োজন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই শুনানি ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক এস এম গোলাম সারোয়ার বলেন, রবি ও এয়ারটেলের একীভূতকরণের আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহীদের জন্য ১৭ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুনানিতে অংশ নিতে ৮ ফেব্রুয়ারির মধ্যে বিটিআরসির ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধিতদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিতদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণশুনানির স্থান ও সময় জানানো হবে।
দুই কোম্পানির একীভূতকরণের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য থাকলে ১৭ ফেব্রুয়ারির মধ্যে বিটিআরসির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে পাঠানোরও অনুরোধ করা হয়েছে।
রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত করতে গত ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তির পর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা চালাবে।
কোম্পানি দুটি একীভূত হলে তাদের গ্রাহকসংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটি। এটি হবে বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ। পাঁচ কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোন আছে এগিয়ে।
রবির মালিকানা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের। এশিয়ার বড় টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর মধ্যে আজিয়াটা অন্যতম। এ পর্যন্ত বাংলাদেশে রবির মোট মূলধনী ব্যয়ের পরিমাণ ১৫ হাজার ৫৮০ কোটি টাকা।
এয়ারটেলের মালিক ভারতের ভারতি এয়ারটেল। তারা ওয়ারিদের ব্যবসা বাংলাদেশে কিনে নিয়েছিল। বাংলাদেশে ভারতীয় এয়ারটেলের বিনিয়োগ শুরু হয় ২০১০ সালে। তখন ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয়। তিন বছর পর ওয়ারিদের কাছে থাকা বাকি ৩০ শতাংশ শেয়ারও কিনে নেয় সিঙ্গাপুরে ভারতি এয়ারটেলের সহযোগী প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল হোল্ডিংস লিমিটেড।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত ডিসেম্বর শেষ নাগাদ বাংলাদেশে মোবাইল ফোনের মোট গ্রাহক ১৩ কোটি ৩৭ লাখ। এ সময়ে অপারেটর রবির গ্রাহকসংখ্যা দুই কোটি ৮৩ লাখ ও এয়ারটেলের এক কোটি ৭১ হাজার।
রবি ও এয়ারটেল কর্তৃপক্ষ গত বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম একীভূতকরণের বিষয়ে আলোচনা শুরুর ঘোষণা দেয়।