ডিএসই অ্যাপস চালু ২৫ ফেব্রুয়ারি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি মাস থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।
ডিএসইর সূত্রে জানা যায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২৫ ফেব্রুয়ারি ডিএসইর মোবাইল অ্যাপস উদ্বোধন করতে পারেন।
সূত্রমতে, ডিএসইর সদস্য কয়েকটি ব্রোকারেজ হাউসে বর্তমানে পরীক্ষামূলকভাবে অ্যাপসের মাধ্যমে লেনদেন চলছে। এ লক্ষ্যে ডিএসইর সার্ভারে কারিগরি উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে এ অ্যাপসের মাধ্যমে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন।
ডিএসইর লেনদেনকে আরো ত্বরান্বিত করতে মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে। ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো আরো ভালোভাবে পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। এতে সহজেই কোম্পানির আর্থিক তথ্যবিবরণী পাবেন বিনিয়োগকারীরা।