আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রোববার দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এদিন দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।