পিছিয়ে যাচ্ছে ডিএসইর অ্যাপস উদ্বোধন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপসের উদ্বোধন পিছিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই অ্যাপসের উদ্বোধন করার কথা। কিন্তু তিনি বিদেশে থাকায় কবে এর উদ্বোধন হবে, তা প্রায় অনির্ধারিত।
ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান জানিয়েছেন, ‘২৫ ফেব্রুয়ারি মোবাইল অ্যাপস উদ্বোধনের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী আমাদের প্রস্তুতিও শেষ হয়েছে। কিন্তু অর্থমন্ত্রী দেশের বাইরে অবস্থান করায় নির্ধারিত সময়ে অ্যাপসের উদ্বোধন করা যাচ্ছে না।’
শফিকুর রহমান আরো জানান, অর্থমন্ত্রী দেশে ফিরলে তাঁর শিডিউল অনুযায়ী আগামী মার্চের প্রথম সপ্তাহে ডিএসই অ্যাপসের উদ্বোধন করা হতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, ডিএসইর সদস্য কয়েকটি ব্রোকারেজ হাউসে বর্তমানে পরীক্ষামূলকভাবে অ্যাপসের মাধ্যমে লেনদেন চলছে। এ লক্ষ্যে ডিএসইর সার্ভারে কারিগরি উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
ডিএসইর লেনদেনকে আরো ত্বরান্বিত করতে মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে। ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো আরো ভালোভাবে পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। এতে সহজেই কোম্পানির আর্থিক তথ্যবিবরণী পাবেন বিনিয়োগকারীরা।