প্রথমবারের মতো বিমামেলা ২৩ মার্চ

দেশে ব্যাংকিং মেলার পর এবারই প্রথমবারের মতো বিমা কোম্পানিগুলোকে নিয়ে বিমামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা আয়োজন করা হচ্ছে।
মেলার আয়োজক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মতে, এ আয়োজনের মাধ্যমে একই ছাদের নিচে দেশের সব বিমা কোম্পানি তাদের কর্মকাণ্ড প্রদর্শনে অংশগ্রহণ করবে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, বিমামেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশে প্রথমবারের মতো এ মেলা ২৩ মার্চ শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উম্মুক্ত থাকবে।
তিনদিনের এ মেলায় আগত দর্শকরা বিভিন্ন কোম্পানির কার্যক্রম পলিসি ও কার্যাবলি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। মেলায় ক্লিয়ারিং সেটেলমেন্ট,সেমিনার ছাড়াও সঙ্গীতানুষ্ঠান ও রাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।
মেলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানাতে আইডিআরএ ২১ মার্চ, সোমবার এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরবে আয়োজক কর্তৃপক্ষ আইডিআরএ।