পাঁচ বছর প্রাতিষ্ঠানিক কর ১০ শতাংশ চায় বিজিএমইএ

আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেটে আগামী পাঁচ বছরের জন্য প্রাতিষ্ঠানিক কর ১০ শতাংশ করার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রাজধানীর সেগুনবাগিচায় আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে রপ্তানি খাত সংশ্লিষ্টদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এ দাবি জানান।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাকশিল্পে আগে হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর দিতে হতো। ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত এই হার অব্যাহত ছিল। পরে তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়। বিশ্ববাজারে এ খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং বিনিয়োগ বাড়াতে এ কর আবারো ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানাচ্ছি।
রপ্তানিমুখী পোশাক খাতের উৎসেকর কর্তনের হার দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে আগের মতো দশমিক ৩ শতাংশ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর রপ্তানিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য স্থানীয় বাজার হতে সংগৃহীত সব পণ্যে ও সেবায় ভ্যাটমুক্ত রাখার আহ্বান জানান বিজিএমইএ নেতারা।
অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, তৈরি পোশাকশিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ শুল্কমুক্ত ভাবে আমাদানির সুবিধা, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময় ছয় মাসের পরিবর্তে তিন মাস করা, পোশাকশিল্পের প্রতিকূল পেক্ষাপটে সুরক্ষার জন্য আগামী তিন বছর এ খাতে রপ্তানিকারকদের তিন শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া এবং নতুন বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে নগদ পাঁচ শতাংশ সহায়তা দেওয়ার প্রস্তাব করেন ব্যবসায়ীরা।