রপ্তানি পণ্যের মাইক্রো রিক্যুইজিশন করবে না পুলিশ

তৈরি পোশাকশিল্পের রপ্তানির কাজে নিয়োজিত মাইক্রোবাস রিক্যুইজিশন করবে না পুলিশ। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের অনুরোধে পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি পুলিশ ভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান রপ্তানির কাজে নিয়োজিত মাইক্রোবাস রিক্যুইজিশন না করার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতেই রপ্তানিকাজে নিয়োজিত মাইক্রোবাস রিক্যুইজিশন না করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
সভায় বিজিএমইএ সভাপতি আইজিপিকে আরো জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই পোশাকশিল্পের পণ্যবাহী ট্রাক থেকে মালামাল ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ট্রাকচালকদের সঙ্গে যোগসাজশ করে ছিনতাকারী ও ডাকাতরা ট্রাকের মালমাল লোপাট করে ট্রাক পরিত্যক্ত অবস্থায় মহাসড়কে ফেলে রাখে। মালিকপক্ষ ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলে গড়িমশি বা অন্য থানায় যাওয়ার পরামর্শ দিয়ে কালক্ষেপণ করে। ফলে লুট হওয়া মালামাল ফেরত পেতে বেগ পেতে হয়।
আইজিপি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট থানাসমূহের আওতাধীন যেকোনো একটি থানায় মামলা করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলেও বিজিএমইএ কর্তৃপক্ষকে জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ)মোহাম্মদ নাছির প্রমুখ।