কানাডার সঙ্গে বাণিজ্য দাঁড়াবে ৪০০ কোটি ডলার : ডিসিসিআই
আগামী ছয় বছরে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চার বিলিয়ন (৪০০ কোটি) ডলারে উন্নীত হবে বলে আশা করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ।
আজ বৃহস্পতিবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনায় হোসেন খালেদ এ আশা প্রকাশ করেন।
ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, ‘শুল্কমুক্ত সুবিধা অব্যহত রাখায় গত দশকে কানাডার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে। কানাডা থেকে শূন্য দশমিক ৬ বিলিয়ন ডলার পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ ১ দশমিক ৪ বিলিয়ন পণ্য রপ্তানি করে থাকে। যার মধ্যে তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, পাটজাত দ্রব্য, সফটওয়্যার, ওষুধ, জাহাজশিল্পসহ অপ্রচলিত পণ্যের রপ্তানি বাড়ছে। ফলে আগামী ২০২১ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়াবে চার বিলিয়ন ডলারে।’
হোসেন খালেদ জানান, ২০০৫-০৬ অর্থবছরে কানাডায় রপ্তানির পরিমাণ ছিল ৪০৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, আমদানির পরিমাণ ছিল ১২৮ মিলিয়ন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানির পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪৭৯ দশমিক ৮২ মিলিয়ন ডলার। এ ছাড়া আমদানির পরিমাণ ৯০০ দশমিক ১২ মিলিয়ন ডলার।
কানাডার হাইকমিশনার বেনিয়েত পিয়েরে লারামি বলেন, ‘প্রথমবারে মতো বাংলাদেশের সঙ্গে কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার অতিক্রম একটি মাইলফলক। ২০১৪ সালের তুলনায় ১৫ সালে বাণিজ্য বেড়েছে ২৮ শতাংশ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে তৈরি পোশাকশিল্পের অবদান অন্যতম। কানাডার পোশাক খাতের উদ্যোক্তারা বড় একটি অংশ সংগ্রহ করে বাংলাদেশ থেকে।’
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ক্যানচ্যাম) সভাপতি মাসুদ রহমান, ডিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন রশিদ।