মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ রাখার আশা

আগামী ২০১৬-১৭ অর্থবছরে দেশে জিনিসপত্রের দাম (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ রাখার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে যে বাজেট উপস্থাপন করেন, তাতে তিনি মূল্যস্ফীতির এই হার আগামী অর্থবছরে বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন।
এক বছর আগে আবুল মাল আব্দুল মুহিত চলতি ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন তাতে তিনি এ বছর মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশের কম থাকবে বলে আশা করেছিলেন। বছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে বলেও এ সময় তিনি সংসদকে জানান।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, আগামী বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য নিন্মমুখী সমন্বয়ের কাজটি অব্যাহত রেখেছি। পাশাপাশি কৃষিতে ধারাবাহিক প্রবৃদ্ধি এবং অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়নের কারণে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।