স্থিতিশীল থাকছে ইলেকট্রনিকস পণ্য

চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রস্তাবিত বাজেটে দেশি ইলেকট্রনিকস পণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগের দামেই ইলেকট্রনিকস পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশি ভারী প্রযুক্তিগত শিল্পের বিকাশ ও প্রতিযোগিতামূলক রফতানি বাণিজ্য প্রসারের লক্ষ্যে স্থানীয়ভাবে উৎপাদিত রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ারকন্ডিশনারের উৎপাদনকে প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ারকন্ডিশনারের উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।’