যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর ওষুধ রপ্তানি কাল থেকে
যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করতে যাচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল)। আজ বুধবার প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল বৃহস্পতিবার ওষুধ রপ্তানি শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে বিপিএল আগামীকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও বিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসানও উপস্থিত ছিলেন।
দেশের ওষুধ রপ্তানিকারকদের মধ্যে বিপিএল অন্যতম বৃহৎ একটি কোম্পানি। এটি বর্তমানে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করছে।