পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সময় নির্ধারণ

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে সময় নির্ধারণ করেছে শ্রম মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মালিক-শ্রমিক ও মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে এ সময় নির্ধারণ করা হয়।
বৈঠকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বোনাস ও ১০ সেপ্টেম্বরের মধ্যে আগস্টের বেতন পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে শ্রমসচিব, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতা, কারখানার মহাপরিদর্শক, শিল্প পুলিশের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, পোশাক কারখানার শ্রমিকরা যেন ৫ তারিখের মধ্যে বোনাস ও ১০ তারিখের মধ্যে আগস্ট মাসের বেতন পান, সে জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুরো বিষয়টি তদারক করবে মন্ত্রণালয়। তিনি আরো বলেন, কারখানাগুলোতে উৎপাদন যেন অব্যাহত থাকে এবং ঈদে মানুষের যেন একবারে বিড়ম্বনা না হয়, সে জন্য সুবিধামতো সময় বের করে অঞ্চলভিত্তিক শ্রমিকদের ছুটি দিতেও মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শ্রমিকদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতেও মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।